প্রতিনিধি ২৮ মে ২০২২ , ৭:২০:৪০ প্রিন্ট সংস্করণ
মাহতাব উদ্দিন আল মাহমুদ (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের ঘোড়াঘাটে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। কারিতাস বাংলাদেশ, ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা, জাতীয় ও কারিতাসের পতাকা উত্তোলন ও আলোচনা সভা সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়। ২৭ মে শুক্রবার সকাল ১০টায় উপজেলার আবিরের পাড়া সেন্ট জন মেরী ভিয়ান্নী উচ্চ বিদ্যালয় সেমিনার কক্ষে কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের আয়োজনে সংস্থার দিনাজপুর অঞ্চলের উর্ধ্বতন হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা মি. বিজয় তপ্নর সভাপতিত্বে এক আলোচনা সভা অসুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মারিয়ামপুর ধর্ম পল্লীর পাল পুরোহিত ফা. সিলাশ মুরমু, ঠাকুরগাঁও ধর্ম পল্লীর পাল পুরোহিত ফা. প্রদীপ মারান্ডী, সিংড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় অতিথিরা কারিতাস বাংলাদেশের বিগত ৫০ বছরের ঐতিহাসিক স্মরনীয় ও উল্লেখযোগ্য অর্জন তুলে ধরেন।