• Top News

    বরিশালে গাছের সাথে বাসের ধাক্কা, নিহতের সংখ্যা বেড়ে ১০

      প্রতিনিধি ২৯ মে ২০২২ , ৩:০৬:০৩ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) বরিশালের উজিরপুরে গাছের সাথে একটি বাসের ধাক্কায় শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। রোববার ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলে এ দুর্ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মোঃ জাহাঙ্গীর।

    তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। বাসটি গাছের মধ্যে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাস কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছেন।

    উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বলেন, যমুনা লাইনের বাসটি ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশে যা‌চ্ছিল। পথিমধ্যে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। বাস কেটে নিহতদের বের করা হয়েছে। আহতদের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ড. প্রণব রায় শুভ বলেন, এ দুর্ঘটনায় এখনো পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতরা চিকিৎসাধীন রয়েছেন।-অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content