(দিনাজপুর২৪.কম) নেপালে ২২ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে এক উড়োজাহাজ। রয়টার্স দেশটির এয়ারলাইনস কর্তৃপক্ষ ও সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন। প্রাথমিকভাবে জানা যায়, নেপালে পোখারা থেকে জমসমে যাওয়ার পথে ছোট যাত্রীবাহী উড়োজাহাজটি নিখোঁজ হয়।
এনডিটিভি’র প্রতিবেদন অনুসারে, ঐ বেসরকারি যাত্রীবাহী উড়োজাহাজে ৪ ভারতীয় ও ৩ জাপানিসহ ২২ আরোহী আছেন।
প্রতিবেদনে আরো বলা হয়, উড়োজাহাজটি উড়ে যাওয়ার কিছু সময় পর স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে বিমানবন্দর টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিশ্বের ঝুঁকিপূর্ণ বিমান রুটের মধ্যে অন্যতম নেপাল। এর অভ্যন্তরীণ বিমান চলাচলও বেশ ঝুঁকিপূর্ণ। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের পাদদেশে অবস্থিত নেপালের আবহাওয়া নিয়ত পরিবর্তন হয়। আর এ কারণেই দেশটি ঝুঁকিপূর্ণ বিমান রুট হিসেবে পরিচিত। -অনলাইন ডেস্ক