প্রতিনিধি ৩১ মে ২০২২ , ৫:০০:১৭ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) রেকর্ড ১৪তম চ্যাম্পিয়নস লিগে ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। গ্যালাকটিকোদের এই শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন দলটির ফরোয়ার্ড করিম বেনজেমা। আর ফরাসি তারকার এই অবদানের কারণে কোনো সন্দেহ ছাড়াই তার ব্যালন ডি’অর জেতা উচিৎ বলে মনে করেন লিওনেল মেসি।
মেসি তার ফুটবল ক্যারিয়ারের বড় সময়ই কাটান বার্সেলোনা। এসময় তিনি লা লিগায় প্রতিদ্বন্দ্বী হিসেবে বেনজেমাকে পান।
আর্জেন্টাইন তারকা মেসি বলেন, ‘আমার মনে হয়, কোনো সন্দেহ ছাড়াই বেনজেমার ব্যালন ডি’অর জেতা উচিৎ। এটা পরিস্কার যে, বেনজেমা দারুণ একটি বছর কাটিয়েছে ও শেষটা করেছে চ্যাম্পিয়নস লিগ জয়ের মধ্যদিয়ে। এ বছর তারই পাওয়া উচিৎ।’
সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস লিগে বেনজেমা সর্বোচ্চ ১৫টি গোল করেছেন। যেখানে নকআউট পর্বে তিনি পিএসজি, চেলসি ও ম্যানচেস্টার সিটির বিপক্ষেও গোল করেছিলেন। এছাড়া রিয়ালের লা লিগা শিরোপা জয়েও ২৭টি গোলের পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করেছেন তিনি। -অনলাইন ডেস্ক