• সারাদেশ

    বিরামপুরে কৃষকদের মাঝে অটোস্প্রে মেশিন বিতরণ

      প্রতিনিধি ১ জুন ২০২২ , ১:০৩:২৩ প্রিন্ট সংস্করণ

    Exif_JPEG_420

    মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর২৪.কম) বিরামপুরে নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) কৃষি আধুনিকায়নের লক্ষ্যে মঙ্গলবার (৩১ মে) সংস্থার উপকারভোগি কৃষকদের মাঝে ৬৯টি অটোস্প্রেয়ার মেশিন বিতরণ করেছে।
    শহরের বেলডাঙ্গাতে সংস্থার অফিস চত্বরে মেশিন বিতরণ অনুষ্ঠানে সংস্থার লিগ্যাল প্রমোটর সেবাষ্টিয়ান হেব্রমের সভাপতিত্বে উপকারভোগি কৃষকদের সচেতনতা মূলক সভা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন, সংস্থার ক্রেডিট কর্মকর্তা শামসুল ইসলাম, উপজেলা ম্যানেজার খায়রুল ইসলাম, উপজেলা এনজিও ফোরামের সভাপতি এনামুল হক, পৌরসভা ঐক্যমত গ্রাম উন্নয়ন পরিষদের সভানেত্রী শিরিন আকতার, বুচকী গ্রাম উন্নয়ন পরিষদের সভানেত্রী প্রমিলা বাস্কে প্রমূখ।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content