• খেলাধুলা

    মারা গেলেন দুই দেশের দুই সাবেক ক্রিকেটার

      প্রতিনিধি ১ জুন ২০২২ , ১:৪৫:২৮ প্রিন্ট সংস্করণ

    ডেভিড হলফোর্ড ও জিম পার্কস

    (দিনাজপুর২৪.কম) এক দিনের ব্যবধানে মারা গেলেন দুই দেশের দুই সাবেক ক্রিকেটার। ৩০ মে ৮২ বছর বয়সে মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ডেভিড হলফোর্ড।

    পরের দিনই ইংল্যান্ড হারিয়েছে তাদের সবচেয়ে বেশি বয়সী জীবিত সাবেক টেস্ট ক্রিকেটার জিম পার্কসকে। ইংল্যান্ডের সাবেক উইকেটকিপার-ব্যাটারের মৃত্যুর সময় বয়স হয়েছিল ৯০ বছর।

    ১৯৬৬ থেকে ৭৭ পর্যন্ত ক্যারিবীয়দের হয়ে ২৪টি টেস্ট খেলেছেন হলফোর্ড। এসময় তিনি একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটিতে ৭৬৮ রান করেছেন। এছাড়া লেগস্পিনে ৫১টি উইকেটও নিয়েছেন তিনি।

    এদিকে ১৯৫৪ থেকে ৬৮ পর্যন্ত ইংলিশদের হয়ে ৪৬ টেস্ট খেলেছিলেন পার্কস। তার ব্যাট থেকে ২টি সেঞ্চুরি ও ৯০টি হাফসেঞ্চুরি এসেছে। তিনি ৩২.১৬ গড়ে ১৯৬২ রানও করেছেন। অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content