• Top News

    ফের টেস্ট অধিনায়ক সাকিব, সহ-অধিনায়ক লিটন

      প্রতিনিধি ২ জুন ২০২২ , ৮:৫০:১৬ প্রিন্ট সংস্করণ

    সাকিব আল হাসান

    (দিনাজপুর২৪.কম) বাংলাদেশ জাতীয় টেস্ট দলে আবারও সাকিব আল হাসানকে অধিনায়ক করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সভা শেষে মুমিনুল হকের পরিবর্তে সাকিবকে সাদা পোশাকের দায়িত্ব দেওয়া হয়। লিটন দাসকে সহ-অধিনায়ক করা হয়েছে।

    বাংলাদেশ দলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে।

    বাজে পারফরম্যান্সের কারণে সম্প্রতি নেতৃত্ব ছাড়ার ব্যাপারে বিসিবিকে জানিয়েছিলেন মুমিনুল হক। এবার তাকে সরিয়েই বিশ্বসেরা অলরাউন্ডারকে দলনেতা করা হয়েছে।

    এর আগে ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত দুই ধাপে সাকিব দলকে ১৪ টেস্টে নেতৃত্বে দেন। যেখানে ৩ জয়ের বিপরীতে ১১টি টেস্টেই তার অধিনায়কত্বে দল হারে। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content