প্রতিনিধি ৫ জুন ২০২২ , ১০:০২:৫১ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) পঞ্চগড়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠিকে কুরআন শিক্ষা দিতে চালু হলো তৃতীয় লিঙ্গের মাদ্রাসা। নতুন এ মাদ্রাসাটি রাজধানীর দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার একটি শাখা।
আজ রোববার পঞ্চগড় জেলা পরিষদের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাদ্রাসাটির মহাপরিচালক মুফতি আব্দুর রহমান আজাদ। এ সময় পঞ্চগড় পৌরসভার কামাতপাড়া এলাকায় মাদ্রাসাটির শাখা স্থাপনের কাজ চলছে বলে জানান তিনি।
এ সময় পঞ্চগড় তৃতীয় লিঙ্গ সংঘের সভাপতি গুরুমাতা ঝরনার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র মো. তৌহিদুল ইসলামসহ স্থানীয় আলেম ওলামাগণ।
রোববার ছবক দেওয়ার মাধ্যমে এই কুরআন শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। এ সময় সাথী, শেফালি, ঝরনা, খুশি নামে জেলার চারজন তৃতীয় লিঙ্গের সদস্যকে কুরআন শিক্ষার প্রথম ধাপ শেখানো হয়।
ছবক নেওয়ার পর তারা জানান, কুরআন শিক্ষা শুরু করতে পেরে তারা খুশি। তাদের মতো অন্যদের তৃতীয় লিঙ্গের এই মাদ্রাসাটিতে ভর্তি হবার জন্য অনুরোধ করেন তারা।