প্রতিনিধি ৬ জুন ২০২২ , ৭:৩৪:২৬ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘অধিকার’-এর নিবন্ধন বাতিল করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরো।গতকাল রোববার সংস্থাটির নিবন্ধন বাতিল করা হয়েছে।
জানা যায়, ২০১৫ সালের মার্চে ‘অধিকার’-এর নিবন্ধন শেষ হয়। সম্প্রতি তারা ১০ বছর মেয়াদ বাড়ানোর জন্য এনজিওবিষয়ক ব্যুরোর কাছে আবেদন করেছিল। তবে রোববার এনজিওবিষয়ক ব্যুরো ‘অধিকার’-এর আবেদন নামঞ্জুর করে। এর ফলে সংস্থাটির নিবন্ধন বাতিল হয়ে যায়।
‘অধিকার’-এর নিবন্ধন বাতিলের বিষয়ে এক আদেশ জারি করেছে এনজিওবিষয়ক ব্যুরো। এ আদেশে বলা হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজে নিয়োজিত হওয়াসহ বেশ কয়েকটি কারণে ‘অধিকার’-এর নিবন্ধন বাতিল করা হয়েছে। সেই কারণগুলো হচ্ছে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য এবং নতুন আইন অনুযায়ী আরোপিত বর্ধিত ফি ও ভ্যাট না দেওয়া।
এতে আরও বলা হয়, বৈদেশিক অনুদানে বাস্তবায়িত প্রকল্পের আটটি আর্থিক নিরীক্ষা প্রতিবেদনের (অডিট রিপোর্ট) ওপর আপত্তির কোনো জবাব বা ব্যাখ্যা না দেওয়া।অধিকার ডটওআরজি (odhikar.org) নামের ওয়েবসাইটে বাংলাদেশের বিরুদ্ধে ইস্যু তৈরি এবং তিনটি প্রকল্পে আর্থিক লেনদেনে অসঙ্গতি বিষয়ে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বিষয়ে যথাযথ জবাব না দেওয়া।
এ আদেশে বলা হয়, বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন ২০১৬ এর ধারা ৪ (৪) মোতাবেক সংস্থা কর্তৃক দাখিলকৃত নিবন্ধন নবায়নের আবেদনপত্রে অসঙ্গতি থাকা, বিভিন্ন সময় চাওয়া তথ্যাদির সঠিক জবাব বা ব্যাখ্যা ও কাগজপত্র দাখিল না করা, রাষ্ট্রের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কাজে সম্পৃক্ত থাকার কারণে সংস্থার কার্যক্রম সন্তোষজনক নয়। তাই দাখিলকৃত নিবন্ধন নবায়নের আবেদনটি বিবেচনা করার কোনো সুযোগ নেই। নবায়নের আবেদনটি নামঞ্জুর করা হলো। -অনলাইন ডেস্ক