প্রতিনিধি ৮ জুন ২০২২ , ৪:৫৪:১৭ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে গোলাম মোস্তফা (৩১) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি গতকাল মঙ্গলবার আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন জেল সুপার মো. আবদুল জলিল। মোস্তফা মাদারীপুরের শিবচর উপজেলার উতরাইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
জেল সুপার মো. আবদুল জলিল জানান, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে টয়লেটের ভেন্টিলেটরের রডের সঙ্গে পরনের ট্রাউজারের ফিতা গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মোস্তফা। এ সময় অন্য দুই বন্দি তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন মোস্তফা।
এদিকে গত সোমবার রাতে নেত্রকোনা জেলা কারাগারের হাজতি দুলাল মিয়ার মৃত্যু হয়েছে। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার খুঁজিউড়া গ্রামের আবদুল লতিফের ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, দুলাল মিয়া মাদক মামলার আসামি ছিলেন। গত সোমবার রাতে বুকে ব্যথা শুরু হলে তাঁকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিকভাবে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অনলাইন ডেস্ক