প্রতিনিধি ১০ জুন ২০২২ , ৩:৫৪:৪৫ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৪০৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার ভোরে র্যাব-১২’র সদস্যরা উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মামুনুর রশীদ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। র্যাব জানিয়েছে, তার কাছ থেকে উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।
আজ দুপুরে র্যাব-১২’র মেজর (মিডিয়া অফিসার) এম রিফাত বিন আসাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রশীদের কাছ থেকে দুটি মোবাইল ও ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। রশীদ দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।