• Top News

  মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভারতীয় হাই কমিশন অভিমুখে গণমিছিল

    প্রতিনিধি ১৬ জুন ২০২২ , ১:০৯:০৬ প্রিন্ট সংস্করণ

  ছবি-সংগ্রহীত

  (দিনাজপুর২৪.কম) মহানবী (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতার কটূক্তির প্রতিবাদে ভারতীয় হাইকমিশন অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
  বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এই গণমিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই।
  এর আগে, বেলা ১১টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে গণমিছিল বের করা হয়।
  গণমিছিল উপলক্ষে এদিন সকাল থেকেই দলটির নেতাকর্মীরা বায়তুল মোকাররমের উত্তর গেটে আসতে শুরু করেন। কর্মীরা বায়তুল মোকাররমের সামনের সড়কে অবস্থান নেওয়ায় পল্টন, প্রেসক্লাব এলাকায় যানজটের সৃষ্টি হয়। সমাবেশকে কেন্দ্র করে পল্টন মোড়সহ আশেপাশের এলাকায় আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছিল। -ডেস্ক রিপোর্ট
  মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

  আরও খবর

  Sponsered content