প্রতিনিধি ১৬ জুন ২০২২ , ১:৩২:৩৭ প্রিন্ট সংস্করণ
মাহতাব উদ্দিন আল মাহমুদ (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের ঘোড়াঘাটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুন বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা ্অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্ম প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুল আনোয়ার, উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাছ হোসেন সরকার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার বিপ¬ব কুমার দে, দিনাজপুর পল¬ী বিদুৎ সমিতি-২ ঘোড়াঘাট জোনাল অফিসের ডিজিএম আব্দুল লতিফ প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় প্রতিষ্ঠান প্রধান, সরকারি বেসকারী প্রতিষ্ঠানের দপ্তর প্রধান ও কর্মকর্তা, সংখ্যালঘু জনগোষ্ঠী সহ ৫০জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন।
ঘোড়াঘাটে নিউজ ৭১ডট টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দিনাজপুরের ঘোড়াঘাটে কেক কেটে নিউজ ৭১ ডট টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে ঘোড়াঘাট থানা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৭১ ডট টিভির দিনাজপুর জেলা প্রতিনিধি শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মোখলেছুর রহমান সওদাগর,সহ-সভাপতি কাজী নাসির মঈদ,সাংগঠনিক সম্পাদক আবু বককর সিদ্দিক,প্রচার ও প্রকাশনা সম্পাদক ্এনামুল কবির মিন্টু ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমরুল কায়ছার মিল্টন । আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ নিউজ ৭১ডট টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। শেষে সাংস্কৃতিক ্অনুষ্ঠানে নিউজ ৭১ ডট টিভির জেলা প্রতিনিধি শাহ আলম অতিথিবৃন্দের সৌজন্যে দুইটি গান পরিবেশন করেন।
ঘোড়াঘাটে ভিটামিন এ প্লাস সপ্তাহের উদ্বোধন