• Top News

    দেশে বন্যা পরিস্থিতির অবনতি, এসএসসি পরীক্ষা স্থগিত

      প্রতিনিধি ১৭ জুন ২০২২ , ৩:৪২:২২ প্রিন্ট সংস্করণ

    -পুরনো ছবি

    (দিনাজপুর২৪.কম) দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সারাদেশে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ জুন অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোক ও দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে বলেও বার্তায় উল্লেখ করা হয়। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content