• Top News

    ‘বন্যার পানি নামাতে কাটা হয়েছে কয়েকটি সড়ক’

      প্রতিনিধি ১৯ জুন ২০২২ , ৩:৩৮:২৬ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি সরিয়ে নিতে কয়েকটি রাস্তা কেটে ফেলা হয়েছে।

    মন্ত্রী বলেন, ‘বন্যাকবলিত এলাকায় কিছু রাস্তা কাটার প্রয়োজন পড়েছে। সিলেটের মেয়র সেটা জানিয়েছেন। এতে বন্যার পানি সহজে নেমে যাচ্ছে। কোথাও প্রয়োজন হলে আরও রাস্তা কেটে ফেলা হবে।’

    আজ রোববার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

    তাজুল ইসলাম আরও জানান, রাজধানীতেও বন্যার সতর্কতা আছে। কিন্তু কী অবস্থায় যাবে বা বন্যা কতটুকু বিস্তৃত হবে, সেই পূর্বাভাস কোনো প্রতিষ্ঠান এখনো দেয়নি। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content