প্রতিনিধি ২০ জুন ২০২২ , ৯:০৪:৩০ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) ১৯ জুন ২০২২ রবিবার দিনাজপুর জেলা পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত-অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার) এর নির্দেশে এবং টিআই (প্রশাসন) এ.টি.এম তৌহিদুল ইসলাম এর তদারকিতে দিনাজপুরের ১৩টি উপজেলায় একইসাথে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দিনাজপুর জেলায় মোটরসাইকেল চালক ও আরোহীদের শতভাগ হেলমেট পরিধান নিশ্চিতকল্পে বিশেষ অভিযান পরিচালিত হয়। ২ ঘন্টা এই বিশেষ অভিযানে জেলায় মোট ১৫৭ টি মামলা এবং ৪ লক্ষ ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।