• Top News

    হু হু করে বাড়ছে তিস্তার পানি

      প্রতিনিধি ২০ জুন ২০২২ , ৯:১৬:২০ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হু হু করে বাড়ছে তিস্তার পানি। একইসঙ্গে এ অঞ্চলের অন্য নদ-নদীর পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে। ফলে বন্যায় চরম অবনতির শঙ্কা দেখা দিয়েছে।
    পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সোমবার দুপুর ১২টায় লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে ৫২ দশমিক ৮৮ সেন্টিমিটার পানি বেড়েছে। যা বিপদসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়।
    এর আগে, সকাল ৯টার দিকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি ৫২ দশমিক ৫৬ সেন্টিমিটার বেড়েছে। যা বিপদসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
    এছাড়াও সোমবার দুপুর ১২টায় ঘাঘট নদীর গাইবান্ধা পয়েন্টে ২২ দশমিক ৪ সেন্টিমিটার, যমুনেশ্বরী নদীর রংপুরের বদরগঞ্জ পয়েন্টে ৩০ দশমিক ৫০ সেন্টিমিটার, করতোয়া নদীর রহিমাপুর পয়েন্টে ১৮ দশমিক ৮৫ সেন্টিমিটার পানি প্রবাহ রেকর্ড করা হয়।
    রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, তিস্তা অববাহিকার উজানে দ্রুতগতিতে পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছায় বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে। সংশ্লিষ্ট সব নদীর অববাহিকায় বসবাসরত জনসাধারণকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। -ডেস্ক রিপোর্ট
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content