প্রতিনিধি ২২ জুন ২০২২ , ৬:৫৪:২০ প্রিন্ট সংস্করণ
মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর২৪.কম) রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিরামপুরে কৃষি মেলার উদ্বোধন করেছেন, দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক এবং স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নিকছন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, রংপুর অঞ্চলের কৃষি পরিচালক আব্দুল ফাত্তাহ মো. রওশন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম, সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, থানার ওসি সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান প্রমূখ। মঙ্গলবার সন্ধায় উদ্বোধনকৃত কৃষি মেলায় ২৬টি স্টল অংশ গ্রহণ করেছে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক কৃষকদের মাঝে ধান, পাট, পেঁয়াজ বীজ, রাসায়নিক সার, গাছের চারা বিতরণ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি, চিকিৎসা ভাতা ও মোয়াজ্জিনদের ভাতার চেক বিতরণ করেছেন।