• সারাদেশ

    দিনাজপুরে মাদক বিরোধী মানববন্ধন ও সভা

      প্রতিনিধি ২৬ জুন ২০২২ , ১০:১৭:২২ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে “যে মুখে মা ডাকি ,সে মুখে মাদক নয়” স্লোগানে দিনাজপুরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য অধিদপ্তর দিনাজপুর এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী । মাদকদ্রব্য অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক শাহ-নেওয়াজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বারিউল করিম খাঁন, সিভিল সার্জন ডা. বোরহানুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুসহ আরো অনেকে।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content