প্রতিনিধি ২৬ জুন ২০২২ , ১০:১৭:২২ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে “যে মুখে মা ডাকি ,সে মুখে মাদক নয়” স্লোগানে দিনাজপুরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য অধিদপ্তর দিনাজপুর এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী । মাদকদ্রব্য অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক শাহ-নেওয়াজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বারিউল করিম খাঁন, সিভিল সার্জন ডা. বোরহানুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুসহ আরো অনেকে।