• Top News

    এসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

      প্রতিনিধি ২৮ জুন ২০২২ , ৭:১৫:০২ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) বিগত ২০২১ সালের ক্যাডেট উপপরিদর্শক (এসআই, নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

    পুলিশ দপ্তরের পাঠানো বার্তায় বলা হয়, ২০২১ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষায় (Aptitude Test and Viva-voce) উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেধারভিত্তিতে প্রযোজ্য বিধি-বিধান পরিপালনের শর্তে ৮৭৫ জন প্রার্থীকে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ দেওয়ার জন্য সিলেকশন বোর্ড সাময়িকভাবে সুপারিশ করেছে।

    এতে আরও বলা হয়, চূড়ান্ত ফলাফল পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) পাওয়া যাবে।

    বিস্তারিত ফল দেখতে ক্লিক করুন

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content