• সারাদেশ

    বিরামপুরে প্রতিবেশির হামলায় গৃহবধূ হাসপাতালে

      প্রতিনিধি ২৯ জুন ২০২২ , ৬:০৬:৪৩ প্রিন্ট সংস্করণ

    Exif_JPEG_420

    মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর২৪.কম) বিরামপুর উপজেলার বলরামপুর গ্রামে প্রতিবেশিদের হামলায় গুরুত্বর আহত হয়ে এক গৃহবধূ বিরামপুর হাসপাতালে ভর্তি হয়েছেন। এঘটনায় গৃহবধূর ভাই মশিয়ার রহমান থানায় লিখিত অভিযোগ করেছেন।
    অভিযোগ সূত্রে প্রকাশ, বিরামপুর উপজেলার বলরামপুর গ্রামের মৃত মোশারফ আলীর মেয়ে মাবিয়া খাতুন (৩৫) এর নিজ গ্রামে বিয়ে হয়। শ্বশুর বাড়ির প্রতিবেশি ভাগী শরিকগণ বিভিন্ন বিষয় নিয়ে মাবিয়া খাতুনের সাথে ঝগড়া বিবাদ করে থাকে। গত সোমবার (২৭জুন) বিকালে প্রতিপক্ষগণ পূর্ব শত্রুতার জের ধরে গালিগালাজ করতে থাকে। এর কারণ জিজ্ঞেস করলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে এলাপাথাড়ি ভাবে মারপিট করে মাবিয়া বেগমের শরীরের বিভিন্ন জায়গায় ছেলা, ফোলা ও কালশিরা জখম করে। এসময় গ্রামের অন্যান্যরা ছুটে এসে মাবিয়াকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে মাবিয়া বিরামপুর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। এঘটনায় মাবিয়ার ভাই মশিয়ার রহমান একই গ্রামের মোস্তফা, পরিবানু, মুক্তা ও লুৎফরসহ ৯ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content