• Top News

    কু‌ড়িগ্রামে আবারও বাড়ছে সব নদ-নদীর পা‌নি

      প্রতিনিধি ৩০ জুন ২০২২ , ৭:১৫:১২ প্রিন্ট সংস্করণ

    ছবি-সংগ্রহীত

    (দিনাজপুর২৪.কম) কুড়িগ্রামে নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় ধরলা ও দুধকুমারের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দ্বিতীয় দফায় আবারও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। প্রথম দফা বন্যার ধকল কাটতে না কাটতেই আবারও দ্বিতীয় দফায় ঘর-বাড়িতে পানি প্রবেশ করায় চরম বিপাকে পড়েছেন এলাকার মানুষজন।

    এদিকে নতুন করে নদ-নদী বৃদ্ধি অব্যাহত থাকায় আবারও বন্যার আশঙ্কা নিয়ে দিন পার কারছেন বন্যায় ক্ষতিগ্রস্থরা।

    সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চর সবুজপাড়া এলাকার আবেদ আলী জানান, ‘প্রথম দফা বন্যায় ক্ষতিগ্রস্থ ঘর-বাড়ি এখনও মেরামত করতে পারিনি। এরমধ্যেই আবারও ধরলার পানি বাড়তে শুরু করেছে। খুব সমস্যায় আছি।’

    সদরের যাত্রাপুর ইউনিয়নের পোড়ারচরের জহুরুল ইসলাম জানান, ‌‌’এই চরের প্রত্যেকটি বাড়িতে ঘরের চাল পর্যন্ত পানি উঠেছিল। সেই পানি নেমে যাওয়ার পর আবারো পানি বৃদ্ধি পেয়ে ঘর-বাড়িতে প্রবেশ করতে শুরু করেছে। বর্তমানে বউ, বাচ্চা নিয়ে খুব আতঙ্কে আছি।’

    কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্ল্যাহ আল মামুন জানান, আগামী ৪৮ ঘন্টায় উজানে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে ধরলা, তিস্তা ও দুধকুমারসহ অন্যান্য নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content