• সারাদেশ

    ঘোড়াঘাটে গৃহবধূ ‘হত্যা’র প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

      প্রতিনিধি ২ জুলাই ২০২২ , ৬:২১:০৯ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের ঘোড়াঘাটে গৃহবধূ রুমানা হত্যা মামলা ‘ধামাচাপা দেওয়ার চেষ্টা’ ও থানায় ‘অপমৃত্যু মামলা’ দায়ের করায় দিনাজপুর টু বগুড়া মহাসড়ক অবরোধ করে বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
    শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার হাটপাড়া গ্রামে গৃহবধূ হত্যা মামলা দায়েরের দাবিতে মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন স্থানীয়রা। ওই মানববন্ধনে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবিরের অপসারণের দাবি জানানো হয়।
    এর আগে, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার তোশাই গ্রামের রনি মিয়ার স্ত্রী মোছা. রুমানা আক্তারকে স্বামী ও তার স্বজনরা হত্যা করেছে অভিযোগ উঠেছে। লাশ শয়ন ঘরে ঝুলিয়ে থানা পুলিশকে সংবাদ দেওয়া হয় বলেও অভিযোগে জানায় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর এম এ এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
    উল্লেখ্য, গত ৬ মাস পূর্বে ঘোড়াঘাট উপজেলার হাটপাড়া গ্রামের আশরাফুলের মেয়ে রুমানা আক্তারের সঙ্গে একই উপজেলার তোশাই গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে রনি মিয়ার বিয়ে হয়। বিয়ের মেহেদীর রং মুছতে না মুছতেই যৌতুকের বলি হয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গৃহবধূ রুমানার লাশ শয়ন ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। -ডেস্ক রিপোর্ট
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content