প্রতিনিধি ৩ জুলাই ২০২২ , ৩:০৪:৫০ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) ফের বিধ্বংসী রূপে রাফায়েল নাদাল। উইম্বলডনের তৃতীয় রাউন্ডে ইতালির লোরেঞ্জো সোনেগোকে সরাসরি সেটে উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ কিংবদন্তি। মাত্র ১২৪ মিনিটের খেলায় ৬-১, ৬-২, ৬-৪ গেমে জিতে চতুর্থ রাউন্ডে উঠে গেলেন নাদাল।
শনিবার কার্যত একপেশে ম্যাচ খেলে চতুর্থ রাউন্ডে উঠলেন নাদাল। এর আগে প্রথম দু’টি ম্যাচে একটি করে সেট খোয়াতে হয়েছিল ৩৬ বছর বয়সীকে।
শেষ ষোলোয় নাদালের সামনে নেদারল্যান্ডসের বোটিক ফান ডে জান্ডশুপ। -ডেস্ক রিপোর্ট