• খেলাধুলা

    হজ করতে মক্কায় মুশফিক

      প্রতিনিধি ৩ জুলাই ২০২২ , ৩:১১:২৫ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

    স্থানীয় সময় শনিবার মক্কায় পৌঁছে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়ানো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। গত ১ জুলাই মুশফিক সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা করেন।

    এর আগে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ওমরাহ পালন করলে হজ পালন করছেন এবারই প্রথম। হজ পালনের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি মুশফিক। ক্রিকেট বোর্ড থেকে ছুটি পেয়েছেন। তাকে ছাড়া অবশ্য দলের পরিস্থিতি খুব একটা ভালো নয়। দুই টেস্টের সিরিজ, আর প্রথম টি-টোয়েন্টিতে এর ছাপ পড়েছে বেশ ভালোই। দল ব্যাটিং ব্যর্থতার মধ্য দিয়েই পার করছে সময়। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content