প্রতিনিধি ৫ জুলাই ২০২২ , ৬:০৮:০১ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। প্রতিবছর সারা দেশে কোরবানি উপলক্ষে ওজন ও দামে আলোচনায় থাকে চমকপ্রদ নামের অনেক পশু। নারায়ণগঞ্জ জেলায় সেইরকম আলোচনায় আসছে ‘বাংলার বাদশা’ নামের একটি গরুর।
বিশাল আকৃতির এই গরুটি ২০১ সেন্টিমিটার উচ্চতা, ৩৩৫ সেন্টিমিটার লম্বা আর ওজনে প্রায় ৩০ মণ। মালিক গরুটির দাম হাঁকিয়েছেন ২৫ লাখ। ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টি তিন বছর ধরে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করে আসছেন আমিষ এগ্রো।
আমিষ এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বিল্লাল জানান, ষাঁড়টিকে দেখাশোনা করেন ২ জন লোক। তার খাবারের তালিকায় আছে প্রতিদিন প্রায় পাঁচ কেজি ছোলা, গমের ভুসি, ভুট্টা, সয়াবিন, সরিষার খোল, রাইস পলিশ এবং সবুজ ঘাস।
তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের বিভিন্ন খামার ঘুরে দেখেছি আমার গরুটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে বড় গরু। কয়েক বছর ধরে ষাঁড়টি লালন-পালন করে আসছি। এবার ঈদে যদি বাহির থেকে গরু না আসে, তাহলে আশা করি ষাঁড়ের ন্যায্য দাম পাব। দেখতে আকর্ষণীয় হওয়ায় ষাঁড়টি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ। সরাসরি যোগাযোগ করে যে কেউ গরুটি কিনতে পারবেন অথবা চাইলে যে কেউ ঘরে বসে অনলাইনের মাধ্যমেও গরুটি ক্রয় করতে পারবে।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আখতার বলেন, ক্রেতাদের চাহিদা ও সুবিধার কথা চিন্তা করে হাটের পাশাপাশি অনলাইনে গরু কেনাবেচার ব্যবস্থা রাখা হয়েছে। অনলাইন খামারে গরু বেচাকেনা জমে উঠেছে। এবার অনলাইনে পশু বিক্রি ২০০ কোটি টাকা ছাড়াতে পারে বলে খামারিরা আশা প্রকাশ করেছেন। -ডেস্ক রিপোর্ট