• বিনোদন

    বঙ্গ সম্মেলনে উন্মোচন হলো ‘বীরত্ব’র ট্রেলার

      প্রতিনিধি ৫ জুলাই ২০২২ , ৬:১৭:০৫ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) যুক্তরাষ্ট্রের আলো ঝলমলে নগরী লাস ভেগাসে হয়ে গেল বহির্বিশ্বে বাংলা ভাষাভাষীদের সবচেয়ে বড় উৎসব ভারত-বাংলাদেশ ৪২তম বঙ্গ সম্মেলন বা নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স(এনএবিসি)। শুক্রবার (১ জুলাই) পর্দা উঠে উৎসবটি চলে ৩ জুলাই পর্যন্ত। উৎসবের ১ম দিনে সেখানে প্রদর্শিত  হয় বাংলাদেশি চলচ্চিত্র ‘বীরত্ব’র ট্রেলার। ট্রেলার প্রদর্শনীতে বঙ্গ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির নায়ক মামনুন ইমন। জানা গেছে সেখানে একটি পুরস্কার গ্রহণ করেছেন।
    ট্রেলার প্রদর্শনীর সময় এখানে উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশের গুণী তারকাসহ হাজারো বাঙালি। এসময় বাংলাদেশি এ চলচ্চিত্রের ট্রেলার দেখে আমন্ত্রিত অতিথিরা এর প্রশংসা করেছেন বলে জানিয়েছেন সেখানে অংশগ্রহণ করা আরেক বাঙালি অভিনেতা মীর সাব্বির।
    ইমন বলেন, ‘ট্রেলার প্রদর্শনীর পর এটা নিয়ে সবাই যেমন প্রশংসা করেছে, আমার কাছে বিষয়টি খুবই ভালো লেগেছে। অমিতাভ রেজা চৌধুরী ভাই মীর সাব্বির ভাই সবাই খুব প্রশংসা করেছে। আশা করছি সিনেমাটি রিলিজের পর ছবিটি দেখে সবাই মুগ্ধ হবে।’
    ‘বীরত্ব’ সিনেমার প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও নিশাত নাওয়ার সালওয়া। এটি পরিচালনা করেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা। গত সপ্তাহে বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পায় ছবিটি। চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এর পরিচালক। -ডেস্ক রিপোর্ট
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।