• Top News

    পদত্যাগ করতে বলায় সিনিয়র মন্ত্রীকে বরখাস্ত করলেন বরিস জনসন

      প্রতিনিধি ৭ জুলাই ২০২২ , ১১:১৮:৩৪ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) যুক্তরাজ্যের রাজনৈতিক সংকট ক্রমেই আরও গভীর হচ্ছে। প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর আস্থা হারিয়ে মন্ত্রী-এমপিরা পদত্যাগ করছেন। এর মধ্যে বরিসকে পদত্যাগ করতে বলায় সিনিয়র একজন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। তিনি বরিস জনসনের ‘ডান হাত’ হিসেবে পরিচিত ছিলেন বলে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

    মন্ত্রিসভা থেকে একের পর এক মন্ত্রী এবং শীর্ষ সরকারি কর্মকর্তার পদত্যাগের পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী পদে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন জনসন।

    বিবিসি জানায়, একদিনেই জনসন সরকারের মোট ১৬ মন্ত্রী-এমপি পদত্যাগ করেন। বুধবার সকাল পর্যন্ত পদত্যাগ করেন মন্ত্রীরাসহ সরকারের নানা পর্যায়ের আরও কমকর্তা। পদত্যাগের এই ঢেউ চলছেই। মঙ্গলবার থেকে এ পর্যন্ত মোট ২৭ জন মন্ত্রী পদত্যাগ করেছেন।

    প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য বরখাস্তকৃত যুক্তরাজ্যের ওই মন্ত্রীর নাম মাইকেল গোভ। তিনি বরিস জনসন সরকারের গৃহায়ন, সম্প্রদায় এবং স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রী ছিলেন। এ ছাড়া ব্রেক্সিট বাস্তবায়নে তিনি জনসনের ডান হাত হিসেবেও পরিচিত ছিলেন।

    সদ্য সাবেক এই মন্ত্রী বুধবার জনসনকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন। পরে তাকে বরখাস্ত করেন বরিস। শুধু তাই নয়, জনসনের ঘনিষ্ঠ এই সহযোগীকে সাপ হিসেবেও আখ্যায়িত করা হয়। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।