• Top News

    বিএনপি’র আন্দোলনের ঘোষণা জনগণের কাছে তামাশায় পরিণত হয়েছে : হানিফ

      প্রতিনিধি ৯ জুলাই ২০২২ , ৫:৩৯:২৩ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেন, বিএনপি’র সরকার পতনের আন্দোলনের ঘোষণা এখন জনগণের কাছে তামাশায় পরিনত হয়েছে।

    শনিবার সকালে কুষ্টিয়াড নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

    হানিফ বলেন, বিএনপি নিজেও জানে তাদের আন্দোলনের কথা শুনে এখন মানুষ হাসে। তাই এবার তারা বলেছে, বন্যার পর সরকার পতনের আন্দোলন করবে। আওয়ামী লীগ এ সব নিয়ে ভাবে না।

    সম্প্রতি লোডশেডিং নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকতে এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি। সে সময় বিদ্যুৎ পরিস্থিতি এতোটাই খারাপ অবস্থায় ছিলো যে, এর জন্য কানসাটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। মানুষ সেইসব ভুলে যায়নি। এসব আড়াল করতেই খাম্বা নামধারি বিএনপি এখন বিদ্যুৎ নিয়ে র্নিলজ্জ মিথ্যাচার করছে।

    তিনি বলেন, এখন ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে। বৈশ্বিক সঙ্কট পরিস্থিতিতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন কমিয়ে দেয়া হয়েছে।

    সূত্র : বাসস

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content