(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) কোরবানির ঈদে গরুর গুঁতোয়, চামড়া ছাড়াতে গিয়ে হাত-পা কেটে ও মাথা ফেটে এ পর্যন্ত আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ৯৬ জন।
আজ ঈদুল আজহার দিন রোববার (১০ জুলাই) সকাল থেকে এখন পর্যন্ত এই ঘটনাগুলো ঘটেছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
রাজধানীর বংশাল, ওয়ারী, লালবাগ, পোস্তগোলা, কামরাঙ্গীরচর, রামপুরা, মতিঝিল, খিলগাঁও, হাজারীবাগ, চানখাঁরপুল, চকবাজার এবং ঢাকার বাইরে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, বন্দর, রূপগঞ্জ ও সোনারগাঁও এলাকা থেকে তাদের নিয়ে আসা হয়েছিল। তবে, তাদের কারও গুরুতর ছিল না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া জানান, কোরবানির গরুর গুতো ও কোরবানির পর চামড়া ছাড়াতে গিয়ে ছুরিতে কেটে গিয়ে ও গরুর সিংয়ের গুতোসহ আহতরা ঢাকা মেডিকেলে এসেছে। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট