• সারাদেশ

    বিরলের বিরল ঘটনা : ভিটামাটি দখলের জন্য সৎ মায়ের চোখ ফাঁটালো ছেলে

      প্রতিনিধি ১৩ জুলাই ২০২২ , ১২:৪৩:৩৫ প্রিন্ট সংস্করণ

    ছবি-প্রতীকী

    (দিনাজপুর২৪.কম)  দিনাজপুর বিরল উপজেলায় ঘটেছে বিরল ঘটনা। সৎ মায়ের পুরনো ভিটেমাটি দখলের চেষ্টায় সেই মায়ের চোখ ফাঁটালো সৎ ছেলে উজ্জ¦ল দেব শর্মা তার স্ত্রী স্মৃতি রাণী এবং তার নিজ স্বামী নবীন চন্দ্র দেব শর্মা। ঘটনাটি ঘটেছে উত্তর বিষ্ণুপুর, রুদ্রপুর, বিরল দিনাজপুরে।
    ঘটনার প্রকাশ, নবীন চন্দ্র প্রথম স্ত্রীর মৃত্যুর পর সে আবারো দ্বিতীয় বিবাহ বিয়ে রেশমী রাণী শর্মাকে। সংসার ভাল কাটছিল। কিন্তু রেশমী রাণীর সতীনের ছেলে উজ্জ্বল দেব শর্মা দীর্ঘদিন ধরেই তার সৎ মায়ের ভিটামাটি জমি দখলের চেষ্টা করে আসছিল। চলতি মাসের ০১/০৭/২০২২ খ্রী: তারিখে শুক্রবারে দুপুর আনুমানিক ১২টার দিকে পরিকল্পিতভাবে উক্ত আসামীরা বাদীনী রেশমী রাণী শর্মাকে মারধর করে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে আসামীদের হাতে থাকা অস্ত্রের আঘাতে বাদীনীর চোখের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম হয়। বাদীনীর অভিযোগ আসামীরা তাকে মারধর করে তার গলার স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বাদীনীর আত্মীয় স্বজনরা বিষয়টি দেখে এবং এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রেশমীর রাণী শর্মার বাম চোখে ৬টি সেলাই পড়েছে।
    এই ঘটনায় বিরল থানায় অভিযোগ করা হলে অভিযোগ গ্রহণ করা হয়নি। পরে নিরুপায় হয়ে রেশমী রাণী শর্মা (৪৭) জেলা দিনাজপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, বিরল, দিনাজপুরে একটি মামলা রুজু করে। যার সিআর নম্বর-১১৫/২২। তারিখ ঃ ০৫/০৭/২০২২। বিজ্ঞ বিচারক লিমেন্ড রায়ের আদালতে উক্ত বাদীনীর মামলাটি বিরল থানাকে এফআইআর হিসেবে ৭ দিনের মধ্যে গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন।
    শেষ খবর পাওয়া পর্যন্ত রেশমী রাণী শর্মা আদালতে বিচার চাওয়ায় উক্ত আসামীগণ আবারো তাকে মেরে রক্তাক্ত জখম করে। বর্তমানে বাদীনী এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি আসামীদেরকে দ্রুত গ্রেফতারের মাধ্যমে বিচারের দাবী জানান।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content