প্রতিনিধি ১৬ জুলাই ২০২২ , ১১:৫৭:৩০ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) বগুড়ার কাহালুতে প্রাইভেটকার ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার কালিয়া পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার তানছের আলী (৬০), তার ছেলে টগর আলী (৩৫), মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৩৫) ও প্রাইভেটকারচালক পত্নীতলা উপজেলার মান্নুর ছেলে সুমন (৩০)। এ ঘটনায় শাকিল (২০) নামে আরো এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, তানছের আলী ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রাইভেটকারে করে তারা নওগাঁ থেকে বগুড়ায় যাচ্ছিলেন। এ সময় কাহাল উপজেলার দরগাহাট এলাকায় পৌঁছলে বগুড়া থেকে নওগাঁগামী একটি পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তানছের আলী, তার ছেলে টগর ও প্রাইভেটকারচালক সুমন। পরে আহত শাকিল ও আব্দুর রহমানকে শজিমেক হাসপাতালে পাঠানো হলে পথে আব্দুর রহমানের মৃত্যু হয়।
এ প্রসঙ্গে কাহালু থানার ওসি আমবার হোসেন বলেন, পিকআপচালকে আটক করা যায়নি। তবে পিকআপটি জব্দ করেছে। -ডেস্ক রিপোর্ট