• আন্তর্জাতিক

    ভারতে করোনা সংক্রমণের শীর্ষে পশ্চিমবঙ্গ

      প্রতিনিধি ১৬ জুলাই ২০২২ , ৪:২৭:২৩ প্রিন্ট সংস্করণ

    আনন্দবাজার, ফাইল ছবি

    (দিনাজপুর২৪.কম) ভারতজুড়ে বেড়ে চলেছে করোনা নিয়ে উদ্বেগ। টানা তিন দিন ধরে দেশে দৈনিক সংক্রমণ রয়েছে ২০ হাজারের ওপরে। শুক্রবার দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ২০,০৩৮।

    ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কভিডে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৪৪।

    রাজ্যভিত্তিক কভিড পরিস্থিতি লক্ষ করলে দেখা যায়, দৈনিক সংক্রমণের তালিকায় মহারাষ্ট্র ও কেরালাকে ছাপিয়ে এখন শীর্ষে পশ্চিমবঙ্গ।

    শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যা তিন হাজার পার হয়েছে। কভিড বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমিতের সংখ্যা তিন হাজার ৬৭। কেরালাতেও সংক্রমণ তিন হাজার ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা দুই হাজার ৯৭৯। এর পরে রয়েছে মহারাষ্ট্র (২,৩৭১), তামিলনাড়ু (২,৩১২) ও ওড়িশা (১,০৪৩)।

    গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার সামান্য বেড়ে হয়েছে ৪.৮০ শতাংশ। শুক্রবার দৈনিক সংক্রমণের হার ছিল ৪.৪৪ শতাংশ।

    সূত্র : আনন্দবাজার পত্রিকা

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content