প্রতিনিধি ১৬ জুলাই ২০২২ , ৪:২৮:৪৩ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (আইবি) সাম্প্রতিক এক প্রতিবেদনে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ধর্মীয় অনুষ্ঠান কাঁওয়াড় যাত্রা নিয়ে বাড়তি নিরাপত্তার আয়োজন করেছে উত্তরাখণ্ডের রাজ্য সরকার।
আইবির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে হামলা চালানোর ছক কষছে কয়েকটি জঙ্গি সংগঠন। এদেরকে পাকিস্তানি মদদপুষ্ট অভিহিত করা হয়েছে প্রতিবেদনে।
এতে বলা হয়, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে কাঁওয়াড় যাত্রায় হামলা চালানোর পরিকল্পনা করছে পাক মদদপুষ্ট কয়েকটি জঙ্গি সংগঠন।
প্রতিবছরই উত্তর ও মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে কাঁওয়াড় যাত্রার সময় কাঁধে বাঁক নিয়ে মহাদেবের মাথায় পানি ঢালতে যায় লাখো শিবভক্ত।
এ পরিস্থিতিতে কাঁওয়াড় যাত্রার পথগুলোতে বাড়তি নিরাপত্তার সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীর সরকার।
উত্তরাখণ্ড পুলিশের ডিজি অশোক কুমার শনিবার বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে সতর্কবার্তা এসেছে, কাঁওয়াড় যাত্রার সময় নাশকতার চেষ্টা হতে পারে। এই পরিস্থিতিতে হরিদ্বার, হৃষিকেশসহ বিভিন্ন নদীভিত্তিক জায়গা এবং মেলা প্রাঙ্গণে বাড়তি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ’
কাঁওয়াড় যাত্রার সময় ২০-২৬ জুলাই দিল্লি-হৃষিকেশ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখার নির্দেশনাও দিয়েছে উত্তরাখণ্ড সরকার।
সূত্র : আনন্দবাজার পত্রিকা