• সারাদেশ

    কাহারোলে রোদকে উপেক্ষা করে আমন ধান চাষীরা ধানের চারা রোপন করছে

      প্রতিনিধি ১৬ জুলাই ২০২২ , ৫:২৮:৫৮ প্রিন্ট সংস্করণ

    দিলীপ কুমার রায় (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের কাহারোলে চলছে প্রচন্ড তাপদাহ। বৃষ্টির জন্য হাহাকার। ভরা বর্ষা মৌসুমের মধ্যে এসেও বৃষ্টির অভাবে কৃষকেরা আমন ধানের চারা রোপন করতে পারছে না। বাধ্যহয়ে সেচ ব্যবস্থায় কৃষকেরা রোপা আমন ধানের চারা রোপন শুরু করেছে। জমিতে পানি নেই সমস্যায় পড়েছেন কৃষকেরা।
    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন ২০২২-২০২৩ মৌসুমে ১৫ হাজার ৭৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্য মাত্রা ধার্য্যকরা হয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চ ফলন শীল জাতের ৫ হাজার হেক্টর। আষাঢ় মাসের শেষে ও শ্রাবনের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত না হওয়ায় রোপা আমন চাষে কিছুটা সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। কারন আমন ধানের চারার বয়স বেশী হলে সেই চারা রোপনে ভাল ফলন পাওয়া যাবে না। সময় মত আমন ধানের চারা রোপন করার স্বার্থে বৃষ্টির পানি না থাকলেও গভীর নলকূপের সাহায্যে ও শ্যালো মেশিনের মাধ্যমে সেচ প্রদান করে রোপা আমন ধানের চারা রোপন করার জন্য কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ দিচ্ছেন। গতকাল শনিবার পর্যন্ত উপজেলায় ৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে চারা রোপন সম্পন্ন হয়েছে বলে কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আবু জাফর মোঃ সাদেক জানান।
    কৃষি বিভাগ কৃষকদের সকল প্রকার পরামর্শ ও সহযোগিতা করে আসছে। মুকুন্দপুর গ্রামের কৃষক মোঃ হবিবর রহমান জানান, বৃষ্টি না হওয়ায় বাধ্য হয়ে ৩ বিঘা জমিতে শ্যালো মেশিন দিয়ে আমন ধানের চারা রোপন করেছি। একই এলাকার কৃষক হাসিনুর রহমান জানান, এমন অবস্থা চলতে থাকলে চলতি আমন মৌসুমে আমন ধানের উৎপাদন ব্যাহত হবে।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content