• Top News

    টি-টোয়েন্টিতে তামিম ছাড়া যে কীর্তি নেই আর কোনো বাংলাদেশির

      প্রতিনিধি ১৭ জুলাই ২০২২ , ৮:০৭:০৫ প্রিন্ট সংস্করণ

    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম। ছবি: সংগৃহীত

    (দিনাজপুর২৪.কম) ক্ষোভ, অভিমান নাকি অন্য দুই ফরম্যাটে আরও বেশি মনোযোগী হতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন এই দেশসেরা ওপেনার।

    তামিম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

    বাঁহাতি এই তারকাকে ২০২০ সালের মার্চের পর এই সংস্কণে আর দেখা যায়নি। ভারতের আয়োজনে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান তিনি নিজের ম্যাচ অনুশীলনের ঘাটতি ও তরুণদের সুযোগ করে দেওয়ার জন্য।

    যদিও বিশ্বকাপে দল ব্যর্থ হওয়ার পর তামিমকে টি-টোয়েন্টিতে ফেরানোর কথা ওঠে বেশ কয়েকবারই। বিসিবি সভাপতি নাজমুল হাসানও তার সঙ্গে কথা বলেন কয়েক দফায়। তবে তিনি ফেরেননি। বরং গত ২৭ জানুয়ারি বিপিএল চলার সময় তিনি জানান, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ৬ মাসের বিরতি নিচ্ছেন। সেই ৬ মাস শেষ হওয়ার দিন দশেক আগে ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান এটিকে রূপ দিলেন স্থায়ী বিদায়ে।

    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের হয়ে তামিমের পারফরম্যান্স বেশ উজ্জ্বলই বলতে হবে। এই ফরম্যাটে তিনি ৭৮টি ম্যাচ খেলেছেন। যেখানে ২৪.০৮ গড়ে করেছেন ১৭৫৮ রান। তার সেঞ্চুরি আছে একটি ও ৭টি ফিফটি। ৪টি ম্যাচ অবশ্য তিনি খেলেছেন বিশ্ব একাদশের হয়ে।

    ফলে দেশের হয়ে ৭৪ ম্যাচে তার রান ১৭০১। গড় ২৪.৬৫। টাইগার ব্যাটারদের মধ্যে এক সময় তিনি টি-টোয়েন্টিতে শীর্ষ রান সংগ্রাহকও ছিলেন। আর শেষ করলেন তৃতীয় হয়ে। তার চেয়ে বেশি রান আছে কেবল এই ফরম্যাটের বর্তমান অধিনায়ক মাহমুদউল্লাহ (১১৮ ম্যাচে ২০৪৩ রান) ও সাকিব আল হাসানের (৯৯ ম্যাচে ২০১০ রান)। কিন্তু তারা তার থেকে বেশি ম্যাচ খেলেছেন।

    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের হয়ে এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরিয়ান তামিম। তিনি ২০১৬ বিশ্বকাপে ধর্মসালায় ওমানের বিপক্ষে ৬৩ বলে ১০৩ রানে অপরাজিত দুর্দান্ত ইনিংসটি খেলেন। মজার ব্যাপার দেশের হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডে শীর্ষ চারটির মধ্যে তিনটিতেই রয়েছেন তামিম।

    সর্বোচ্চ গড়েও তামিম তালিকায় ওপরের দিকে রয়েছেন। ৪৪ ম্যাচে ২৪.৮৯ গড়ে শীর্ষে রয়েছেন সাব্বির রহমান। আর ২৪.৬৫ গড়ে পরের অবস্থানটিই তামিমের।

    দেশের হয়ে এই ফরম্যাটে সর্বোচ্চ ফিফটিতেও তামিমের অবদান রয়েছে। সাকিব আল হাসান ১০টি হাফসেঞ্চুরি করে শীর্ষে। যেখানে তামিমে ৭টি।

    একটি নির্দিষ্ট সিরিজ বা টুর্নামেন্টে আবার সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন তামিম। ২০১৬ বিশ্বকাপে তিনি ৬ ম্যাচে ২৯৫ রান করেছেন। সেবার বিশ্বকাপেই তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।

    এর আগে ২০০৭ সালের ১ সেপ্টেম্বর নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল তামিমের। আর সর্বশেষ ম্যাচটি খেললেন ২০২০ সালের ৯ মার্চ মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content