প্রতিনিধি ১৭ জুলাই ২০২২ , ৮:১৭:১৪ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ’—পর্দায় অনন্ত জলিলের এমন সংলাপ এখনও বহু মানুষ মনে রেখেছে। পর্দার সংলাপের মতো ঢাকাই সিনেমার অনেক অসম্ভবকে সম্ভব করেছেন এই চিত্রনায়ক, প্রযোজক। আরও একবার সেই সংলাপ সামনে আনলেন এই তারকা। জানালেন, ৭৪ জন চলচ্চিত্র শিল্পী এক হচ্ছেন তার নতুন ছবি ‘দিন- দ্য ডে’ দেখতে।
এক ভিডিও বার্তায় অনন্ত বলেন, ‘এবার শুধু আমি বা বর্ষা নই, ‘দিন- দ্য ডে’ দেখবেন আমাদের চলচ্চিত্রের ৭৪ জন আর্টিস্ট। আমরা একসঙ্গে ছবি দেখবো। এ ছাড়া থাকবেন সাংবাদিক ভাইয়েরা।’
জানা গেছে, আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় যমুনা ব্লকব্লাস্টারে সিনেমাটি দেখতে যাবেন চিত্রনায়ক আলমগীর, ফারুক, সোহেল রানা, উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন, ববিতা, রোজিনা, সুচরিতা, চম্পা, রুবেল, ফেরদৌস, রিয়াজসহ একঝাঁক তারকা। এতে আরও থাকবেন নতুন প্রজন্মের প্রিয় মুখ সিয়াম আহমেদ, আরিফিন শুভ, বাপ্পি, ইমন, নিরব।
অনন্ত বলেন, ‘দুঃখের বিষয় শাকিব খান এবং আরও কয়েকজন শিল্পী দেশে নেই। দেশে থাকলে তাদের সঙ্গে নিয়ে সিনেমাটি দেখা যেত।’
এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া তিনটি সিনেমার মধ্যে শতাধিক ও সর্বাধিক প্রেক্ষাগৃহে চলছে অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন- দ্য ডে’। এ ছাড়া কম প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলেও আলোচনায় আছে অনন্য মামুনের ‘সাইকো’ এবং রায়হান রাফির ‘পরাণ’।
উল্লেখ্য, ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন- দ্য ডে’। শত কোটি টাকা বাজেটের এই সিনেমার শুটিং হয়েছে বাংলাদেশ, ইরান, আফগানিস্তান ও তুরস্কে। এতে বাংলাদেশ ছাড়াও লেবানন, ইরান এবং তুরষ্কের অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা কাজ করেছেন। সিনেমায় অনন্তের নায়িকা বর্ষা। এতে আরও অভিনয় করেছেন অনন্তের বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগর। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। -ডেস্ক রিপোর্ট