• বিনোদন

    আবারও কি মা হচ্ছেন ঐশ্বরিয়া?

      প্রতিনিধি ২১ জুলাই ২০২২ , ৫:০৯:৫৭ প্রিন্ট সংস্করণ

    বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন

    (দিনাজপুর২৪.কম) সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, তার স্বামী বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যাকে সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে। তখন ঢিলেঢালা পোশাকে দেখা গেছে ঐশ্বরিয়াকে। তখন মনে হয়েছে ঢিলেঢালা পোশাকে তিনি যেন কিছু একটা আড়াল করার চেষ্টা করছেন। আর এ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তবে কি ঐশ্বরিয়া ফের মা হতে চলেছেন?

    ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ঐশ্বরিয়ার ঢিলেঢালা পোশাকের ছবি নিয়ে বলিউডে জোর গুঞ্জন চলছে। সবারই একই প্রশ্ন তবে কী ঐশ্বরিয়া ফের মা হচ্ছেন?

    এমনিতেই নায়িকাদের মা হওয়ার খবরে বর্তমানে বলিউড উত্তাল। সেই জোয়ারে কি গা ভাসালেন ঐশ্বরিয়াও? বলিউডের নতুন কৌতূহল এখন এটি।

    কয়েকদিন আগেই আলিয়ার মা হওয়ার খবরে উৎসবে মাতে বলিউড। তারপরই কারিনা কাপুরের তৃতীয়বার মা হওয়ার খবর রটে। যদিও কারিনা জানিয়েছেন, পুরোটাই রটনা। আর এসব গুঞ্জনের মধ্যেই ঐশ্বরিয়ার আবার মা হওয়ার গুঞ্জন বলিউডে নতুন মসলা যোগ করেছে।

    ২০০৭ এ বিয়ে হয় অভিষেক-ঐশ্বরিয়ার। ২০১১ সালে ঐশ্বরিয়া আরাধ্যা নামের মেয়ে সন্তানের জন্ম দেন। তারপর দশ বছর কেটে গেলেও বচ্চন পরিবারে নতুন অতিথি আসার খবর আসেনি। এ বার কী সেই সুখবর আসছে? সে অপেক্ষায় বলিউড। -নিউজ ডেস্ক

    মুম্বাই বিমানবন্দরে ঐশ্বরিয়া, আরাধ্য ও অভিষেক বচ্চন 
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content