• খেলাধুলা

    ফুটবলে ভারতকে হারাল বাংলাদেশের যুবারা

      প্রতিনিধি ২৭ জুলাই ২০২২ , ৭:৩০:১৬ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর আজ বুধবার দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতকে হারাল বাংলাদেশি যুবারা।

    ভারতের ওড়িশারা ভুবনেশ্বরে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধে জোড়া গোল করে। প্রথমার্ধেই এক গোল শোধ করে ভারতীয় যুবারা। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা।

    ম্যাচের ২৯ মিনিটে বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করেন পিয়াস আহমেদ। এরপর ৩৫ মিনিটে গোল করে ভারতের জাংগ্রা। পরে পিয়াসের করা দ্বিতীয় গোলে ফের লিড নেয় বাংলাদেশ।

    বাংলাদেশি যুবারা এর আগে শ্রীলংকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছিল। ম্যাচের একমাত্র গোল করেছিলেন মিরাজুল।

    এবারের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে পাঁচ দল। বাংলাদেশের বাকি দুই ম্যাচ নেপাল ও মালদ্বীপের বিপক্ষে। পাঁচ দলের মধ্যে পয়েন্টের ভিত্তিতে দুই দল সরাসরি ফাইনালে উঠবে। টানা দ্বিতীয় জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content