• Top News

    ৩৯ টি-টোয়েন্টি সিরিজের ২২টিতেই হেরেছে বাংলাদেশ

      প্রতিনিধি ৩ আগস্ট ২০২২ , ৭:৩২:৪৭ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ যে কতটা দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হেরে তা আবারও প্রমাণ হলো। যদিও এবারের জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে ছিল তরুণের ছড়াছড়ি। সিনিয়ররা বিশ্রামে থাকায় নুরুল হাসান সোহানের নেতৃত্বে দল পাঠায় বিসিবি। তবে ইনজুরির কারণে শেষ ম্যাচ খেলতে পারেননি সোহান।

    এনিয়ে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয় বরণ করল টাইগাররা। তৃতীয় টি-টোয়েন্টিতে ১০ রানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ খুইয়েছে বাংলাদেশ।

    বাংলাদেশে সর্বশেষ উইন্ডিজ সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টিতে ২-০ ব্যবধানে হেরেছিল। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আর জিম্বাবুয়ে সফরে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে দাপুটে জয়ে ঘুরে দাঁড়ায়। তবে তৃতীয় ম্যাচে ব্যাট-বলের ব্যর্থতায় এই ফরম্যাটে ফের লজ্জায় পড়ল দলটি। এছাড়া প্রথমবার টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারল বাংলাদেশ।

    টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের এখন পর্যন্ত ৩৯টি দ্বিপাক্ষিক সিরিজ ছিল। তবে দুঃখের বিষয় এরমধ্যে ২২টি সিরিজেই হেরেছে। জয় পেয়েছে ৯টিতে। ৬টি সিরিজ ড্র হয়েছে। আর দুটি সিরিজ পরিত্যক্ত। সর্বশেষ হারের সংযোজন জিম্বাবুয়ে সিরিজ।

    দ্বিপাক্ষিক সিরিজসহ বাংলাদেশের ২০ ওভারে ক্রিকেট ম্যাচ ছিল ১৩১টি। যেখানে ৮৩টিতেই হেরেছে। জয় পেয়েছে ৪৫টিতে। তিনটি ম্যাচ পরিত্যক্ত।

    নিচে পাঠকদের জন্য বাংলাদেশের সবগুলো দ্বিপাক্ষিক সিরিজের ফলাফল দেওয়া হলো:

    ১. জিম্বাবুয়ে বাংলাদেশে ২০০৬-০৭, বাংলাদেশ এক ম্যাচ সিরিজে ১-০তে জয়ী।

    ২. বাংলাদেশ পাকিস্তানে ২০০৭-০৮, পাকিস্তান এক ম্যাচ সিরিজে ১-০তে জয়ী।

    ৩. বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় ২০০৮-০৯, দক্ষিণ আফ্রিকা এক ম্যাচ সিরিজে ১-০তে জয়ী।

    ৪. বাংলাদেশ উইন্ডিজে ২০০৯, উইন্ডিজ এক ম্যাচ সিরিজে ১-০তে জয়ী।

    ৫. বাংলাদেশ নিউজিল্যান্ডে ২০০৯-১০, নিউজিল্যান্ড এক ম্যাচ সিরিজে ১-০তে জয়ী।

    ৬. উইন্ডিজ বাংলাদেশে ২০১১-১২, বাংলাদেশ এক ম্যাচ সিরিজে ১-০তে জয়ী।

    ৭. পাকিস্তান বাংলাদেশে ২০১১-১২, পাকিস্তান এক ম্যাচ সিরিজে ১-০তে জয়ী।

    ৮. বাংলাদেশ আয়ারল্যান্ডে ২০১২, বাংলাদেশ ৩ ম্যাচ সিরিজে ৩-০তে জয়ী।

    ৯. নেদারল্যান্ডসে বাংলাদেশ-স্কটল্যান্ড ২০১২, স্কটল্যান্ড এক ম্যাচ সিরিজে ১-০তে জয়ী।

    ১০. বাংলাদেশ নেদারল্যান্ডসে ২০১২, দুই ম্যাচ সিরিজে ১-১ ব্যবধান।

    ১১. উন্ডিজ বাংলাদেশে ২০১২-১৩, উইন্ডিজ এক ম্যাচ সিরিজে ১-০তে জয়ী।

    ১২. বাংলাদেশ শ্রীলংকায় ২০১২-১৩, শ্রীলংকা এক ম্যাচ সিরিজে ১-০তে জয়ী।

    ১৩. বাংলাদেশ জিম্বাবুয়েতে ২০১৩, দুই ম্যাচ সিরিজে ১-১ ব্যবধান।

    ১৪. নিউজিল্যান্ড বাংলাদেশে ২০১৩-১৪, নিউজিল্যান্ড এক ম্যাচ সিরিজে ১-০তে জয়ী।

    ১৫. শ্রীলংকা বাংলাদেশে ২০১৩-১৪, শ্রীলংকা দুই ম্যাচ সিরিজে ২-০তে জয়ী।

    ১৬. বাংলাদেশ উইন্ডিজে ২০১৪, এক ম্যাচের সিরিজ বৃষ্টিতে পরিত্যক্ত।

    ১৭. পাকিস্তান বাংলাদেশে ২০১৫, বাংলাদেশ এক ম্যাচ সিরিজে ১-০তে জয়ী।

    ১৮. দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ২০১৫, দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচ সিরিজে ২-০তে জয়ী।

    ১৯. জিম্বাবুয়ে বাংলাদেশে ২০১৫-১৬, দুই ম্যাচ সিরিজ ১-১ ব্যবধান।

    ২০. জিম্বাবুয়ে বাংলাদেশে ২০১৫-১৬, চার ম্যাচ সিরিজে ২-২ ব্যবধান।

    ২১. বাংলাদেশ নিউজিল্যান্ডে ২০১৬-১৭, নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজে ৩-০তে জয়ী।

    ২২. বাংলাদেশ শ্রীলংকায় ২০১৬-১৭, দুই ম্যাচ সিরিজ ১-১ ব্যবধান।

    ২৩. বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় ২০১৭-১৮, দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচ সিরিজে ২-০তে জয়ী।

    ২৪. শ্রীলংকা বাংলাদেশে ২০১৭-১৮, শ্রীলংকা দুই ম্যাচ সিরিজে ২-০তে জয়ী।

    ২৫. ভারতে আফগানিস্তান-বাংলাদেশ ২০১৮, আফগানিস্তান তিন ম্যাচ সিরিজে ৩-০তে জয়ী।

    ২৬. উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে উইন্ডিজ-বাংলাদেশ ২০১৮, বাংলাদেশ তিন ম্যাচ সিরিজে ২-১তে জয়ী।

    ২৭. উইন্ডিজ বাংলাদেশে ২০১৮-১৯, উইন্ডিজ তিন ম্যাচ সিরিজে ২-১তে জয়ী।

    ২৮. বাংলাদেশ ভারতে ২০১৯-২০, ভারত তিন ম্যাচ সিরিজে ২-১তে জয়ী।

    ২৯. বাংলাদেশ পাকিস্তানে ২০১৯-২০, পাকিস্তান তিন ম্যাচ সিরিজে ২-০তে জয়ী (বৃষ্টিতে এক ম্যাচ পরিত্যক্ত)।

    ৩০. জিম্বাবুয়ে বাংলাদেশে ২০১৯-২০, বাংলাদেশ দুই ম্যাচ সিরিজে ২-০তে জয়ী।

    ৩১. ইংল্যান্ডে আয়ারল্যান্ড-বাংলাদেশ ২০২০, করোনা ভাইরাসের কারণে ৪টি ম্যাচ আয়োজন হয়নি।

    ৩২. বাংলাদেশ নিউজিল্যান্ডে ২০২০-২১, নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজে ৩-০তে জয়ী।

    ৩৩. বাংলাদেশ জিম্বাবুয়েতে ২০২১, বাংলাদেশ তিন ম্যাচ সিরিজে ২-১তে জয়ী।

    ৩৪. অস্ট্রেলিয়া বাংলাদেশে ২০২১, বাংলাদেশ পাঁচ ম্যাচ সিরিজে ৪-১তে জয়ী।

    ৩৫. নিউজিল্যান্ড বাংলাদেশে ২০২১, বাংলাদেশ পাঁচ ম্যাচ সিরিজে ৩-২তে জয়ী।

    ৩৬. পাকিস্তান বাংলাদেশে ২০২১-২২, পাকিস্তান তিন ম্যাচ সিরিজে ৩-০তে জয়ী।

    ৩৭. আফগানিস্তান বাংলাদেশে ২০২১-২২, দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধান।

    ৩৮. বাংলাদেশ উইন্ডিজে ২০২২, উইন্ডিজ তিন ম্যাচ সিরিজে ২-০তে জয়ী (বৃষ্টির কারণে এক ম্যাচ পরিত্যক্ত)।

    ৩৯. বাংলাদেশ জিম্বাবুয়েতে ২০২২, জিম্বাবুয়ে তিন ম্যাচ সিরিজে ২-১তে জয়ী।

    তথ্যসূত্র : ক্রিকইনফো 

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content