প্রতিনিধি ১৩ আগস্ট ২০২২ , ৬:৫২:৩৫ প্রিন্ট সংস্করণ
মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর২৪.কম) বিরামপুর উপজেলায় এবার পাটের ভালো ফলন হয়েছে। বিরামপুর আড়তে পুরোদমে চলছে পাটের বেচা-কেনা। আশানুরূপ বাজার দরে কৃষকরাও খুশি।
মুকুন্দপুর এলাকার কৃষক আমজাদ হোসেন জানান, তিনি এবার ২ বিঘা জমিতে পাটের আবাদ করেছেন। অন্যান্য ফসলের চেয়ে পাট আবাদে ঝুঁকি কম। অনুকুল আবহাওয়ায় পাটের গাছ অন্যান্য বছরের তুলনায় অধিক বড় হয়েছে। শ্রাবণের বৃষ্টিতে খাল-বিল ভরে উঠায় পাট জাগ দিতে কোন সমস্যা হয়নি। আঁশ ছাড়িয়ে ও শুকিয়ে তিনি প্রতি বিঘায় ৮ মন হারে পাটের ফলন পেয়েছেন। সোনালী আঁশের ভালো ফলন ও বাজার দরে তিনিও সোনালী স্বপ্ন দেখছেন।
বিরামপুর হাটের আড়ৎদার মিন্টু কু-ু জানান, বাজারে পাটের ব্যাপক আমদানী হচ্ছে এবং ২ হাজার ৮শ’ টাকা মন দরে পাটের বেচা-কেনা চলছে।
বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান, এবার উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে ১৯০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে পাট চাষে বেশি লাভবান হওয়ার আশায় কৃষকরা ১৯৫ হেক্টর জমিতে পাটের আবাদ করেছেন। পাটের ভালো ফলন ও অধিক বাজার মূল্য পেয়ে চাষীরা সন্তোষ প্রকাশ করছেন।