• সারাদেশ

    বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর বাষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৪ আগস্ট ২০২২ , ৮:২২:৪৩ প্রিন্ট সংস্করণ

    সিনিয়র স্টাফ রিপোর্টার মো: মোকাররম হোসেন (দিনাজপুর২৪.কম) ১৩  ই আগস্ট রোজ শনিবার  বাংলা দেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের দিনাজপুর এর আয়োজনে  প্রতিষ্ঠান হল রুমে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও  কর্মসূচি  প্রণয়ন  কর্মশালা  উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।মাননীয় সচিব   জনাব সায়েদুল ইসলাম   কৃষি মন্ত্রণালয়   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । ড.শেখ মহাম্মদ বকতিয়ার  নির্বাহি  চেয়ারম্যান । বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল । বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন। মোঃ আব্দুল ওয়াদুদ, নির্বাহী পরিচালক( অতিরিক্ত সচিব ) বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণাও  প্রশিক্ষণ ইনস্টিটিউট।বিশেষ অতিথি  হিসেবে আরো উপস্থিত ছিলেন  জনাব মোঃ বেনজির আলম , মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এসময় আরো উপস্থিত ছিলেন । দেবাসিশ সরকার  মহাপরিচালক, বাংলাদেশ  কৃষি গবেষণা ইনস্টিটিউট । আর ও বিশেয অতিথি  হিসাবে   উপস্থিত রয়েছেন । ড.মির্জা  মোফাজজল ইসলাম , মহাপরিচালক পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট ।  এসময় আরও  উপস্থিতি ছিলেন।    Dr Timothy. J.krupnik Country Respresentive ClMMYT Bangladesh.  উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব  করেন ড.গোলাম ফারুক, মহা পরিচালক মহোদয়   তার বক্তব্যে বলেন  দেশে গম ও ভুট্টা প্রয়োজনীয় ও প্রজনন  বীজ উৎ পাদনের জন্য যে পরিমান জায়গার প্রয়োজন তা এইপ্রতিষ্ঠান  নেই। বিশেষ করে ভুট্টার বীজ  উৎপাদনের জন্য  আইসোলেসন দূরত্ব বজায় রাখার জন্য অনেক জমির প্রয়োজন।   বাংলাদেশ গম ও ভুট্টা গবেষনা ইনস্টিটিউট সংলগ্ন সুগার মিলের জমি থেকে কমপক্ষে ২০০ একর জমি পাওয়া গেলে বীজ উৎপাদনএর জমির অভাব কিছুটা দূর করা সম্ভব হবে বলেন তিনি আশা প্রকাশ করেন।তিনি আরো বলেন দেশে ভুট্টার  উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠানের বিজ্ঞানিরা নিরলস কাজ করে যাচ্ছে। গবেষণা ও প্রশিক্ষণে অসামান্য জন্য প্রতিষ্ঠানটি রাষ্ট্রের  সর্বোচ্চ  বেসামরিক খেতাব  স্বাধীনতা পুরস্কার  ২০২২অজন করেছে  তিনি জানান।এছাড়াও দিনাজপুর  জেলার বিভিন্ন  উপজেলার  কৃষিবিদসহ বৈজ্ঞানিক প্রধান কর্মকর্তা ড. আব্দুল হাকিমসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।