• বিনোদন

    নোবেলকে আইনি নোটিস

      প্রতিনিধি ১৫ আগস্ট ২০২২ , ১:০৫:৪৫ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) বিতর্ক আর সংগীতশিল্পী নোবেল যেন সমার্থক শব্দ। বিতর্কে যেন তার পিছুই ছাড়ছে না। এবার ফেসবুকে জাতীয় সংগীত ও এর রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
    নোবেলকে নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়। অন্যথায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
    গত ১০ ও ১১ আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বানোয়াট, বিদ্বেষপূর্ণ, ভিত্তিহীন মন্তব্য করে ২টি পোস্ট করেন। এসব পোস্ট সর্বস্তরের মানুষের অনুভূতিতে আঘাত করেছে। এ ধরনের ঘটনা দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

    একের পর এক বিতর্কিত কাণ্ডে জড়ানো নোবেল এখন অনেকের অপছন্দের পাত্রে পরিণত হয়েছেন। অথচ কি দারুণ শুরুটাই হয়েছিল নোবেলের। ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন নোবেল। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content