• Top News

    রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে আওয়ামী লীগ টিকে আছে: রিজভী

      প্রতিনিধি ২১ আগস্ট ২০২২ , ৬:০৮:৪৭ প্রিন্ট সংস্করণ

    আজ বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

    (দিনাজপুর২৪.কম) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকার র‌্যাব-পুলিশসহ রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে এক যুগের বেশি সময় ক্ষমতায় টিকে আছে। আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

    রুহুল কবির রিজভী বলেন, সম্প্রতি সাবেক র‌্যাব প্রধানসহ সাত কর্মকর্তাকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে বেশ কিছুদিন ক্রসফায়ার বন্ধ রয়েছে। তবে, গুম থেমে নেই। বিএনপির সাবেক এমপি ও দলের সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, সাবেক এমপি সাইফুল ইসলাম হীরু ও ঢাকার কমিশনার চৌধুরী আলমসহ ৬০০-এর অধিক নেতাকর্মীর দীর্ঘদিন খোঁজ নেই।

    পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন দলের মন্ত্রী ও নেতাদের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, নতজানু পররাষ্ট্রনীতি হাটে হাঁড়ি ভাঙার পর সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব এই সত্য ঢাকা দেওয়ার জন্য মিথ্যাচার করছেন। এখন আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা বলছেন, তিনি (পররাষ্ট্রমন্ত্রী) আওয়ামী লীগের কেউ না। কিন্তু সিলেট মহানগর থেকে তিনি এমপি হয়েছেন কোন দলের টিকিটে? ওবায়দুল কাদের অনুমোদিত সিলেট মহানগর আওয়ামী লীগের ১ নম্বর সদস্য কে?

    তিনি বলেন, একটি স্বাধীন দেশে জনগণের ভোটের মাধ্যমে সরকার ক্ষমতায় আসবে। জনগণ চাইলে কেউ ক্ষমতায় আসবে, আর না চাইলে আসবে না। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।