প্রতিনিধি ২৪ আগস্ট ২০২২ , ৭:০০:৩৮ প্রিন্ট সংস্করণ
মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর২৪.কম) বিরামপুর হাট, শহরের কাঁচা বাজার ও গ্রামাঞ্চলের হাটবাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের শাক-সবজি। এসব শাক-সবজির দামও রয়েছে ক্রেতাদের হাতের নাগালে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিরামপুর হাট ঘুরে দেখা গেছে, কাঁচা বাজারে আগাম জাতের শাক-সবজি উঠেছে। আগাম জাতের সবজির মধ্যে রয়েছে, বাঁধা কপি, মুলা, সিম, বরবটি, কাঁচা মরিচ, লাউ প্রভৃতি। নতুন এসব সবজির দামও রয়েছে ক্রেতাদের হাতের নাগালে। বাঁধা কপি ৫০ টাকা, মুলা ৩০ টাকা, সিম ১২০ টাকা, বরবটি ৪০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা কেজি এবং লাউ প্রতিটি ২০/২৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির দামও অনেক কমে এসেছে।
সবজি দোকানী আব্দুল হালিম জানান, সবেমাত্র বাজারে আগাম সবজি উঠতে শুরু করেছে। আমদানী বেশি হলে খুচরা বাজারে দাম আরো কমে আসবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান, পৌর এলাকা, মুকুন্দপুর, কাটলা, পলিপ্রয়াগপুর ও জোতবানী ইউনিয়ন ও উপজেলার অন্যান্য এলাকায় এবার খরিপ-২ মৌসুমে ১১৫ হেক্টর জমিতে আগাম জাতের সবজি চাষ হয়েছে। স্থানীয় ভাবে আবাদকৃত এসব সবজি এখন বাজারে উঠতে শুরু করেছে।