প্রতিনিধি ২৫ আগস্ট ২০২২ , ৭:৫৮:২৩ প্রিন্ট সংস্করণ
মো: মোস্তাফিজার রহমান (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের প্রতিবন্ধী খোকন পরিবারের ৬ জনকে নিয়ে অন্ধকারে কাটাচ্ছেন জীবন। মানবিক সাহায্যের আবেদন করেছেন তিনি। দিনাজপুর সদর উপজেলার ৭ নং উথরাইল ইউনিয়নের মালিকগ্রাম দিঘী পাড়া গ্রামের প্রতিবন্ধী সাঈদ খোকন পরিবারের লোকজন নিয়ে খুবই কষ্টে জীবন যাপন খুব কষ্টে দিন কাটাচ্ছেন। সাঈদ খোকন বলেন আমি একজন শারীরিক প্রতিবন্ধী আমি আগে সচ্ছল ভাবে সংসার চালিয়েছি এখন তো আর পারি না। আমার পরিবারে আরো দুইজন প্রতিবন্ধীর আছে আমার পরিবারে ৬ জন সদস্য পরিবারের অন্য উপার্জন দাতা আমিয়ে একজন উপার্জনকারী আমার ছোটখাটো একটি পানের দোকান ছিলো তা অসুস্থ হওয়ার পর দোকানটি ও বন্ধ হয়ে যায়। জানা যায় দিনাজপুরের এক ক্লিনিকে তার ভুল চিকিৎসা পান সাঈদ খোকন,এই জন্য অবনতির দিকে সাঈদ খোকন বলেন যার কেউ নাই তার চিকিৎসা ও নাই তাই দিন দিন অবনতির দিকে টাকা পয়সার অভাবে চিকিৎসা এবং পরিবার নিয়ে বিপদে জীবন যাপন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি,সাঈদ খোকন বলেন পরিবারের ৬ জন সদস্যকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি প্রতিবন্ধী ভাতা এবং ১০ টাকা কেজি দরে চাউলের একটি কাট পাই এবং ঈদে পরবে পাই তাই দিয়ে তো পরিবার চালা কষ্টের বতর্মানে ডেলি দিন ১৪৮ টাকা করে ্ঔষধ লাগে খুব কষ্টের পরিবার,বৃদ্ধ বাবা,প্রতিবন্ধী বোন এবং বউ দুই বাচ্চা নিয়ে খুব কষ্টে জীবন যাপন করেছেন সাঈদ খোকন। মানবিক দিক মনে করে কোনো দয়াবান ব্যক্তি যদি একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিতো তাহলে তার পরিবার পরিজন নিয়ে আগের মতো করে জীবনের বাকি দিন টুকু যেনো আল্লাহ পাক পরিবার-পরিজন নিয়ে নুন ভাত খেয়ে থাকতে পারি এই প্রত্যাশায় মানবিক আবেদন । যোগাযোগ সাঈদ খোকন- 01733824869