• Top News

    বিদ্যুৎ পরিস্থিতি আগের তুলনায় এখন অনেকটাই উন্নতি: প্রতিমন্ত্রী

      প্রতিনিধি ২৭ আগস্ট ২০২২ , ৩:২৩:০৬ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) দেশে বিদ্যুৎ পরিস্থিতি এক মাস আগের তুলনায় এখন অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

    শনিবার (২৭ আগস্ট) বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের মতো দেশেও জ্বালানির দাম ৮০ শতাংশ বাড়াচ্ছে। তাদের ওপরও যুদ্ধের প্রভাব পড়েছে। আমরাও বৈশ্বিক পরিস্থিতির বাইরে নই। সুতরাং আমাদের আরও ধৈর্য ধরতে হবে। বিশ্ববাজারে যদি জ্বালানি তেলের দাম নিম্নমুখী হয়, তাহলে আমরাও জ্বালানির দাম কমাব।

    তিনি বলেন, দেশে জ্বালানি সংকট মোকাবিলায় প্রায় দেড় মাস ধরে লোডশেডিং চলছে। তবে গত এক মাস আগের চেয়ে বর্তমানে বিদ্যুতের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। আগামী এক মাসের মধ্যে আরও স্বাভাবিক হবে।

    নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম আমলের পরিকল্পনা থেকে সরে গিয়ে ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে ধ্বংস করে দিয়েছিল বিদ্যুৎ-জ্বালানি খাতকে। তারা নিজেরা পকেট ভারী করতে শুধু খাম্বা বাণিজ্য করেছে। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content