• সারাদেশ

    দিনাজপুরে মাদকের টাকা নিয়ে সংঘর্ষে একজন গুরুতর আহত

      প্রতিনিধি ৩১ আগস্ট ২০২২ , ৪:৪২:৪২ প্রিন্ট সংস্করণ

    মো: মোস্তাফিজার রহমান (দিনাজপুর২৪.কম) দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের মুরাদপুরে মাদকের টাকা নিয়ে সংঘর্ষে এক যুবক গুরুতর আহত। বর্তমানে সে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মাদক ব্যবসায়ী ও সেবনকারীর মধ্যে এ সংঘর্ষ ঘটে। দিনাজপুর সদর উপজেলা ৭নং উথরাইল ইউনিয়নের মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক যুবকে মারধর করে জাবেদ ও জনি,জানা যায় মোঃ জাবেদ ও জনি মুরাদপুর মোল্লাপাড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে তারা দুই ভাই মিলে মোঃ মিতুল কে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করে এতে গুরুতর আহত হয়। জানা যায় মোঃ মিতুল নুনসাহার চৌধুরী পাড়া মোঃ রেজাউল ইসলামের ছেলে সে ধান চালের ব্যবসা করে মিতুল। স্থানীয় সূত্রে জানা যায় জাবেদ ও জনি তারা দুই ভাই মাদক ব্যবসায়ী হয়তো তাদের মধ্যে কোন টাকা লেনদেন ছিলো মিতুল হয়তো টাকা সময়মত দিতে না পারায় তার মোটরসাইকেলে তালা মারে জাবেদ ও জনি। এলাকার লোকজন বলেন মিতুল নাকি সময় দিয়েছিলো কয়েক দিনে পরিশোধ করে দিবে,জাবেদ ও জনি বলে এভাবে সে সময় ক্ষেপণ করতেছে আর সময় দেওয়া হবে না এখনেই টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবি। এরেই কথা কাটাকাটিতে একপর্যায়ে মিতুল কে ধরে জাবেদ ও জনি হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং মাথায় আঘাত করে বাম পা ভেঙে দেয়,এতে গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বতর্মানে জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন আছেন মিতুল। এ বিষয়ে মেম্বার রশিদুলের সঙ্গে কথা বললে তিনি জানান মাদকের বিষয়ে আমরা কিছু বলতে পারবোনা যারা আদা খাবে তারা ঝাল বুঝবে আমি শুনেছি যে মাদকের বিষয় নাকি মুরাদ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের ওখানে মারামারি হয়েছে।আমার কাছে বাদীপক্ষ এসেছিলো মাদকের বিষয় শোনার পর আমি না করে দিয়েছি। এলাকাবাসীরা জানায় মুরাদপুর এলাকায় মাদকের আখড়া এখানে ওপেন ভাবে সব ধরনের মাদক বিক্রি হয় দিনাজপুরের লম্বা পাড়ার মতো ডেয়ারিং এই মুরাদপুর এলাকা দিন দিন মাদকে চড়াছড়ি।মাদকের করাল গ্রাসে যুব সমাজ আজ অন্ধকারে পতিত হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেছেন এলাকার সচেতন ব্যক্তিবর্গ।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।