• রংপুর বিভাগ

    আন্তঃনগর ট্রেনের দশটি টিকিট সহ কালোবাজারি গ্রেফতার

      প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২২ , ৩:১৮:৪৫ প্রিন্ট সংস্করণ

    আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর২৪.কম) ট্রেনের টিকিট এ যেন সোনার হরিণ টিকেট প্রত্যাশীরা রেলওয়ে স্টেশনে গিয়ে টিকেট কাউন্টারে টিকেট চাইলেই সাফ জানিয়ে দেওয়া হয় টিকেট শেষ হয়ে গেছে। এভাবেই ভ্রাম্যমান আদালত ও রেলওয়ে প্রশাসন যখনই এদের বিরুদ্ধে সোচ্চার হয়। ঠিক তখনই এদের টিকেট কাটা এবং বিক্রয়ের ধরন বদলে যায়। যার কারনে রেলওয়ে স্টেশন প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও ২-৪ জন ধরা পড়লেও কালোবাজারির বিগ বসেরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। কিন্তু দিনাজপুরের রেলওয়ে স্টেশন জি আর পি রেলওয়ে থানা বসে থাকেন নি। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ১-০৯-২২ ইং রাত্রি আনুমানিক ১০ঃ৩০ ঘটিকার সময়, ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার জগথা পশ্চিম (সরদারপাড়া) নামক এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র মোঃ সাগর আলী (২৪) কে আন্তঃনগর ট্রেনের ১০ টিকেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে দিনাজপুর রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল হক ভূঁইয়া জানান, টিকেট কালোবাজারিরা যতই ধরুন পরিবর্তন করুক না কেন আমরা বসে নেই। যাত্রীরা যেন অনায়াসে টিকেট পায়, কালোবাজারিদের বিরত রাখার এবং ধৃত করার সব রকম কৌশল আমরা গ্রহণ করেছি। মোঃ সাগর আলীকে আন্তঃনগর ট্রেনের দশটি টিকেটসহ পীরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে ধৃত সাগর আলী সহ কয়েকজনের বিরুদ্ধে ১৯৭৪ ইং সনের বিশেষ ক্ষমতা আইনে ২৫ (১) একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর ০১, তাং০২-৯-২০২২, বর্তমানে আসামি জেল হাজতে রয়েছে।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content