প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২২ , ৩:৪২:৩৭ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) বিরামপুর থানা পুলিশ সীমান্তবর্তী দক্ষিণ জগন্নাথপুর (ভাইগড়) গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে রবিবার (৪ সেপ্টে:) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
বিরামপুর থানার উপ-পরিদর্শক শাহিন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১১টার দিকে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সীমান্তবর্তী দক্ষিণ জগন্নাথপুর (ভাইগড়) গ্রামের দু’টি বাড়িতে অভিযান চালানো হয়। ঐ গ্রামের মৃত: হরমুজ আলীর ছেলে মনসুর আলী বল্টুর (৪০) বাড়িতে অভিযান কালে ৫ কেজি গাঁজাসহ বল্টুকে হাতে নাতে আটক করা হয়। পরে বল্টুর সহযোগী একই গ্রামের রুবেলের বাড়ি থেকে আরো ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় রুবেল (৩৪) কৌশলে সটকে পড়ে।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক রুবেলকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।